বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

মাধবপুরে বোরো’র বাম্পার ফলন লোকসানের বেড়াজালে কৃষকরা

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০১৫
  • ৪৩১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বোরো আবাদের বাম্পার ফলন হলেও হাঁসি নেই কৃষকের মুখে। মাধবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ৯ হাজার ৮শত হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও অনুকুল পরিবেশের কারণে উৎপাদন হয়েছে ১০হাজার ৪শত হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রতি হেক্টর জমিতে সাড়ে ৩ টন চাল নির্ধারণ করা হলেও উপজেলা কৃষি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ও পরামর্শে কৃষকরা এবার উৎপাদন লক্ষ্যমাত্রাও অতিক্রম করেছে। এ পর্যন্ত কৃষকের সংগৃহীত ধানের হিসাব মতে প্রতি হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ৩.৮ টন চাল। তবে কৃষি অফিসের ধারণা বিআর-২৯ ধান কাটা শুরু হলে উৎপাদন হিসাব আরো বৃদ্ধি পাবে। এতকিছুর পরও ধানের বাজার মূল্য অনেক কম হওয়ায় কৃষকের মুখে হাসির পরিবর্তে কপালে ভাজ পরেছে। উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম না থাকায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। উপজেলার চৌমূহনী ইউনিয়নের কৃষক মোঃ মকসুদ আলী জানান, তঁাঁর প্রতি ৪০ শতক জমিতে উৎপাদন খরচ বাবদ প্রায় ১০হাজার টাকা খরচ হয়েছে। ফলনও ভাল হয়েছে। এ পরিমান জমিতে উৎপাদন হবে ২০মন ধান। বর্তমানে ধানের বাজার দর ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা মন ধরে বিক্রি হচ্ছে। সে হিসাবে উৎপাদন খরচ বাদ দিলে লাভ দুরের কথা লোকসান গুনতে হবে। এমনিভাবে মাধবপুরে কৃষকরা লোকসানের মুখে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বর্গাচাষি ও প্রান্তিক কৃষক যারা ঋণ করে চাষাবাদ করেচিলেন। তাদের ঋণ পরিশোধ দুরের কথা আসল নিয়েই টানাটানি পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, অনুকুল আবহাওয়া ও পরিবেশের কারনে ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ধানের বর্তমান বাজার মূল্য কম হওয়ায় কৃষকরা বিপাকে রয়েছে। তিনি সরকারের নিকট জোর দাবী জানান সরকার জেন কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেন। কৃষি কর্মকর্ত আতিকুল হক আরো জানান, সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করলেই বাজার মূল্য বৃদ্ধি পাবে।
কৃষকরা জানান, সরকারী ধান চাল সংগ্রহ অভিযান শুরু হলেও প্রকৃত চাষীরা লাভমান হয়না। সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরাই লাভবান হয়ে থাকে। একাধিক কৃষক জানান, সরকারী খাদ্যগুদামে সাধারণ কৃষকদের যাওয়া সম্ভব হয়না। সেখানে যাওয়ার পর সংশ্লিষ্টরা ধানের আদ্রতা, রং এবং বিভিন্ন অজুহাতে দেখিয়ে সাধারণ কৃষকদের ধান সরবরাহ করা থেকে বঞ্চিত করে দেয়। পক্ষান্তরে যারা কৃষির সাথে জড়িত নয় মৌসুমে ব্যবসা করে থাকে তারা সংশ্লিষ্টদের সাথে আতাত করে ধান সরবরাহ করে মুনাফা লুটে নেয়।
কৃষকরা ধান ঘরে তুলে নিজের প্রয়োজনে যখন বিক্রি করতে চায় তখন পানির দরে বিক্রি করতে হয়। আবার যখন কিনতে হয় তখন অধিক দাম দিয়ে কিনতে হয়। এমনটাই হচ্ছে কৃষকের ভাগ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com