স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের হাওর থেকে গলা কাটা লাশ উদ্ধারের ঘটনার ক্লু পায়নি। তবে রহস্য উদঘাটনে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। এ হত্যাকাণ্ডের ব্যাপারে নিহতের পরিবারও কিছু বলতে পারছেনা। গ্রামবাসীও মুখে কুলুপ এটেছেন। কেউই মুখ খুলতে চাচ্ছেনা। বানিয়াচং থানা পুলিশ খুবই সতর্কতার সাথে এগুচ্ছে। রহস্য উদঘাটন হবে বলে আশা ব্যক্ত করেছেন ওসি নির্মলেন্দু চক্রবর্তী।
গত সোমবার খাগাউড়া গ্রামের কৃষক ফজলু মিয়ার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। রোববার রাতে গ্রামের পশ্চিমে প্রায় ৩কিলোমিটার দুরে ছালুয়ার হাওরে বোরো ধানের খলায় ধান পাহারা দেয়ার জন্য রাত্রি যাপন করেন ফজলু মিয়া। সকালে একই গ্রামের জনৈক ব্যক্তি খলায় গিয়ে ফজলু মিয়ার গলা কাটা লাশ দেখতে পান। সাথে সাথে তার স্বজনদের বিষয়টি জানান ওই ব্যক্তি। পরে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে বানিয়াচঙ্গ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।