নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ছালামতপুর গ্রামের দু’টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। গতকাল মঙ্গলবার সকালে রাস্তা উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব রুহুল আমীন রফু, পৌর সচিব আমিনুল ইসলাম, সহকারী প্রকৌশলী ববি মজুমদার, উপ সহকারী শহীদুল ইসলাম, কার্য সহকারী আবু মুছা, ঠিকাদার বদরুজ্জামান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এডিপির অর্থায়নে রাস্তা দু’টি নির্মাণে ব্যয় হবে ৫ লাখ ২৫ হাজার ৩২৫ টাকা।