নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি উন্নতমানের স্বাস্থ্য সম্মত লেট্রিন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নবীগঞ্জ পৌরসভার মেয়র এবং উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। গত শনিবার সকালে উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ, ব্র্যাক ওয়াশ কর্মসূচির সিনিয়র উপজেলা ম্যানেজার মোঃ মিছবাহুল হক, সিনিয়র শিক্ষিকা সাবিহা খাতুন, শিক্ষক মাওঃ মহি উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ব্র্যাক ওয়াশ এবং হিরা মিয়া স্কুলের যৌথ অর্থায়নে উক্ত লেট্রিন নির্মাণে ব্যয় হবে প্রায় সোয়া লাখ টাকা।