প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকার প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বোয়েট) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আজীবন বহিষ্কার করার প্রতিবাদে গতকাল হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ডা: ইসতিয়াক রাজ চৌধুরীর সভপতিত্বে¡ ও মুকিদুল ইসলামের পরিচালনায় এত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইদুর রহমান, কায়েস চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানি, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃ মানিক মিয়া, মো: মকুল ইসলাম, হাফিজুল ইসলাম, আমিনুল ইসলাম, জলিল আহমেদ, পিন্টু, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। এছাড়া কলেজ ও পৌর শাখার ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করায় প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বোয়েট) এর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মিষ্টি বিতরণ করায় শিক্ষক জাহাঙ্গির আলম এর সাথে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে আজীবনের জন্য বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।