বানিয়াচং প্রতিনিধি ॥ বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গ উপজেলা সদরের ৪টি ইউনিয়নকে একটি সংস্থা গঠন করে সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে অনুষ্টিত পঞ্চমতম সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ স্থানীয় সরকার এর উপ-পরিচালক দিলীপ কুমার বণিক। গতকাল মঙ্গলবার দুপুরে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তৃতা করেন এলজিএসপি-২ এর ডিএফ এবিএস মাহবুবার রহমান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুল হারুন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, ইউ.পি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, মাওলানা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি সচিব জ্যোতির্ময় দাস, বলাই চক্রবর্তী, আলফাজ উদ্দিন, রাজেন চন্দ্র নন্দী প্রমুখ।