স্টাফ রিপোর্টার ॥ দুটি পুলিশ এ্যাসল্ট মামলায় জামিন পেয়েছেন হবিগঞ্জ জেলা ১৮ দলের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুসলেহ উদ্দীনের আদালতে হাজির হলে ৪৫ জন আসামীকে জামিন মঞ্জুর করা হয়।
২টি মামলায় জামিনপ্রাপ্তরা হলেন- জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াস, জেলা জামায়াতের সেক্রেটারী মুশাহিদ আলী, পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আহমেদ, জেলা কৃষকদল সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেল ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল ও সৈয়দ মুশফিক আহমেদ, মোস্তাফিজুর রহমান সিতু, জেলা ছাত্রশিবিরের সভাপতি খলিলুর রহমান খলিল ও সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর যুবদল সভাপতি কোহিনুর আলম, যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, মাকসুদুর রহমান উজ্জল, লিটন, কাইয়ুম, গাজী খান আফজল, মহিবুর রহমান শাওন, মিজানুর রহমান, হাফিজুর, আব্দুল আহাদ, নজরুল, গোলাম মাহবুব ঝলক, মজিদ মিয়া, মামুন মিয়া, টেনু মিয়া, রকি, জাহিদ, মালেক শাহ, রবিবউল আলম রবি, সালাম মিয়া, শাহ আহমেদ রিপন, কাজল মিয়া, রুকন, সাদত হাসান, শামীম মিয়া, আব্বাস, ইউনুছ, হাবিবুর রহমান বাপ্পি, কালাম, মাসুক মিয়া, মাহবুবুল আলম, মহিবুর রহমান মাসুম।
উল্লেখ্য গত ২৫ নভেম্বর রাতে নির্বাচনের তফশিল ঘোষনার পর পরই ১৮ দলীয় জোটের নেতা কর্মীরা হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় হবিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন বাদী হয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক সেলিমকে প্রধান আসামী করে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫০ জন এবং সাব ইন্সপেক্টর ইন্দ্রনীল ভট্টাচার্য্য বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে ৪’শ ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দ’ুটি মামলা দায়ের করেন। আদালতে আসামীদের পক্ষে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম নেতা এডভোকেট নুরুল ইসলাম সহ অর্ধশতাধিক আইনজীবি উপস্থিত ছিলেন।