স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের পাড়াগাঁও গ্রামে জমি দখল নিয়ে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় জলিল মিয়া (৫০), রেহেনা (২২), কেয়ামত আলী লস্কর (৫০), হিরণ মিয়া (৪০), মজনু মিয়া (৩০), অলি মিয়া (২৫) ও ধনাই মিয়া (৩২)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের নেশাই মিয়া ও জলিল মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিতরা আহত হয়।