স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ গত দু’দিনে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২মে দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী এর নেতৃত্বে এসআই আরিফুর রহমান, এএসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ সুবিদপুর বাজারস্থ কালিগাছতলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ সদর থানাধীন মশাজান গ্রামের মৃত আব্দুল মুহিত এর ছেলে মো: গোলাম কিবরিয়া এবং একই থানাধীন উমেদ নগর গ্রামের কুতুব মিয়ার ছেলে বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী মো: আব্দুল হামিদ ওরপে সাদ্দাম মিয়া। এরা দীর্ঘদিন যাবত হবিগঞ্জের বিভিন্ন থানা এলাকায় গোপনে ইয়াবার ব্যবসা করে আসছিল বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদকদ্রব্য আইনে মামলার রুজু করা হইয়াছে।
অপরদিকে ৩মে রাত আড়াইটার দিকে বানিয়াচং থানার এসআই মধুসূদন রায়, এসআই শফিকুল ইসলাম, এএসআই আব্দুল মজিদ ও এএসআই আব্দুল ছালাম এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য বানিয়াচং থানাধীন গুনই ও বড়ইউড়ি গ্রামে অভিযান চালিয়ে জাহিদ মিয়ার ছেলে সুফল আলী, একই গ্রামের রহিম মিয়ার ছেলে সহিদ মিয়া, মৃত হাজী মগল উল্লার ছেলে আ: মমিন, ওয়াদ মিয়ার ছেলে সিরাজুল, ছুরুক আলীর ছেলে চান্দালী, লতিফ উল্লাহর ছেলে মোবাশ্বির, ওয়াদ আলীর ছেলে আবুল কালাম এবং বড়ইউড়ি গ্রামের সফর উল্লাহর ছেলে আছাম ও একই গ্রামের আব্দুল জলিলের ছেলে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।