স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে সড়ক দূর্ঘটনায় আহত সিএনজি চালক আব্দুস সালাম মারা গেছেন। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। জানা যায়, ওই সড়কে গত শনিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে সালামের সিএনজিটি উল্টে খাদে পড়ে যায়। এতে সালাম আহত হলে লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সে শহরের মোহনপুর এলাকার আক্রম আলীর পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।