প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ কর্তৃক জন্ম নিবন্ধন ও নাগরিক সার্টিফিকেট প্রদান নিয়ে খনকারীপাড়া গ্রামের কয়েকজন মুরুব্বীদের সাথে দুঃব্যবহারের প্রতিবাদে আগামী ১৮ মে ইউনিয়নের ৩৭ গ্রামের সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত শনিবার রাতে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর গফুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হবিগঞ্জ পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক খলিলুর রহমান দুদু মিয়া, মহিবুর রহমান চৌধুরী, আলহাজ্ব আব্দুল কাদির, নজির মিয়া, ছুরুক মিয়া চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, থানা যুবদলের সাধারণ সম্পাদক সুহেল আহমেদ চৌধুরী রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, অহি দেওয়ান চৌধুরী, হেলাল আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী জুয়েল আহমেদ চৌধুরী, রমিজ মিয়া, শাহ্ শামীম আলম, হারুন মিয়া, আব্দুল বাছিত, আবু ইউসুফ, খালেদ আহমেদ, আব্দুল লতিফ প্রমুখ।
সভায় খনকারীপাড়া গ্রামের ৪ জন ইংল্যান্ড প্রবাসীকে সংবর্ধনা দেয়া ইউনিয়নের স্বনামধন্য প্রতিষ্ঠান সোনার বাংলা একাডেমী এন্ড জুনিয়র হাইস্কুল এর প্রতিষ্ঠাতা সাংবাদিক এম এ বাছিতের প্রতি কৃজ্ঞতা প্রকাশ এবং সার্বিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।