স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাড়কের মাধবপুরের বেজুড়া নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এএসআই আব্দুস সালামের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে। গতকাল রবিবার পর্যন্ত লাশের পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হয়।