স্টাফ রিপোর্টার ॥ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ কারাবাসে গেলেন। বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের বাসিন্দা বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক ২০০৭ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কিন্তু এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে অবলীলায় চালিয়ে যাচ্ছিলেন বিদ্যালয় পরিচালনাসহ যাবতীয় কাজ। নিয়মিত উত্তোলন করেছেন বেতন-ভাতাদিসহ যাবতীয় আর্থিক সুবিধা।
পুলিশ জানায়, ১৯৯৭ সালের ১৬ জুন উপজেলার কদুপুর গ্রামের তাহিদ মিয়া ও হারুনুর রশিদ গংদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে ফজল মিয়া নিহত হন। পরবর্তীতে নিহত ফজল মিয়ার চাচাত ভাই তাহিদ মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় আব্দুর রবকে প্রধান আসামী করে কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০০৯ সালের ১৬ এপ্রিল সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত আব্দুর রবকে মৃত্যুদণ্ড ও হারুনুর রশিদসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর আসামীরা হাইকোর্টে আপিল করলেও হাইকোর্ট পূর্বের রায় বহাল রেখে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। এ প্রেক্ষিতে গত ৯ এপ্রিল বিকেলে হারুনুর রশিদকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ১২ এপ্রিল তিনি জামিনে মুক্তি পান। সর্বশেষ ৩০ এপ্রিল মামলার নির্ধারিত তারিখে বানিয়াচং থানার প্রতিবেদনের প্রেক্ষিতে জামিন বাতিল করে প্রধান শিক্ষক হারুনুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।