প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন এর উপর মিথ্যা মামলা দায়ের ও নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে নির্মানাধীন প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার প্রতিবাদে গত শুক্রবার বিকালে পাঠলী, বুরুঙ্গা, কমলাপুর ও দত্তগ্রামের শত শত জনসাধারণ নবীগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মিছিলটি নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পিন্টু পুরকায়স্থের সভাপতিত্বে ও জিয়াউর রহমান এবং নুরুর আমিনের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় বক্তাগণ বলেন, নির্মানাধীন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন এর উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বক্তাগণ বলেন, পি.আই.ও অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যোগসাজশে প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদার অন্যায় যোগাযোগীমূলে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উত্থাপন করে তদন্ত কমিটি গঠন এবং হারুনুর রশিদ হারুনের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।