স্টাফ রিপোর্টার ॥ ১লা মে উপলক্ষে হবিগঞ্জ জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এক বিশাল র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র্যালীটি সারা শহর প্রদক্ষিণ করে স্থানীয় টাউন হলের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এন.এম. ফজলে রাব্বি রাসেল। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম আখঞ্জি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, এ্যাডঃ আলাউদ্দিন তালুকদার, মোঃ তুরাব আলী, শেখ মোঃ কামাল মিয়া, মোঃ খালেক মিয়া। উপস্থিত ছিলেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু পিন্টু দাস, সহ-সভাপতি এম.এম শাহ্জাহান, সহ-সভাপতি নুরুনবী, সহ-সভাপতি মোঃ গুলাম এজদানি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, সহ সধারণ সম্পাদক মোঃ কাউছার মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ মোঃ তানবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক লোকমানুর রহমান রুকু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাসেম রুবেল, অর্থ সম্পাদক মোঃ সাইফুদ্দিন জাবেদ, প্রচার সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন চৌধুরী অনিক, সাংস্কৃতিক সম্পাদক শাহ্ আলম চৌধুরী মিন্টু, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহিন মিয়া, সদস্য মোঃ শামিম আহমেদ, মোঃ রফিক মিয়া, এস.এম সেলিম, মোঃ আব্দুর রহিম বাদশ্হা, মোঃ জামাল খান, মোঃ হান্নান, মোঃ উজ্জল মিয়া, মোঃ সারাজ মিয়া, মোঃ মনর মিয়াসহ জেলা ও আঞ্চলিক কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।