স্টাফ রিপোর্টার ॥ মাস্টার্স ফাইনাল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের একমাত্র কন্যা সোহেলী শারমিন রনিকে সম্মাননা পদক দিয়েছে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন। গত ১ মে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় সংগঠনের সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া তার হাতে এ সম্মাননা পদক তুলে দেন।
উল্লেখ্য, সোহেলী শারমিন রনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় ১ম বিভাগে ৬ষ্ঠ স্থান লাভ করেন।