চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৩৫টি বন মামলার ওয়ারেন্টি আসামী তাজুলকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের কবিলাসপুর গ্রামের আব্দু জলিলের পুত্র। শনিবার রাত ১২টার দিকে চুনারুঘাট থানার দারোগা সুদ্বীপ ও এস.আই খবীর উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাজুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মোট ৩৫টি বন মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। সে দীর্ঘদিন যাবত দুবাই অবস্থান করছিল। ছুটিতে বাড়ি আসলে ঐ পলাতক বন মামলার ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়।