স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হকার্স মার্কেট এলাকায় ছিচকে চোরের উপদ্রব বেড়েছে। প্রায় প্রতি রাতেই ওই মার্কেটের দোকানসহ এলাকার দোকানগুলোতে চুরির ঘটনা ঘটছে। ফলে ওই এলাকার ব্যবসায়ীরা আতংকে আছেন। অভিযোগ উঠেছে, হকার্স মার্কেটের উত্তর দিকে একটি প্রাইমারী স্কুল রয়েছে। ওই স্কুলে সন্ধ্যার পর থেকে মাদকসেবীদের আড্ডা বসে। ধারণা করা হচ্ছে ওইসব মাদক সেবীরাই রাতের আধারে দোকানের ভেতরে প্রবেশ করে কাপড়ছোপড়, সেলাই মেশিন চুরি করে নিয়ে যাচ্ছে। গত শনিবার দিবাগত রাতে মার্কেটের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোররা চালার দরজা কেটে ভেতরে প্রবেশ করে কাপড়ছোপড় ও একটি সেলাই মেশিন নিয়ে গেছে।