এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আলোচিত সিএনজি শ্রমিক বেলাল মিয়া হত্যা মামলার ২নং আসামী আফছর মিয়া (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের দু’দিনের মাথায় গত শুক্রবার ভোর রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে শ্রীমঙ্গল সদরের রূপসীপুর এলাকাস্থ বোনের বাসা থেকে আফছর উদ্দিনকে গ্রেফতার করে। ওই দিনই তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। ধৃত আফছর নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের আঃ হেকিমের পুত্র। ঘটনার পর পরই সে পালিয়ে গিয়েছিল।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বিকালে শহরের শেরপুর রোডস্থ মা-হোটেলের ও মাই ওয়ান ব্যবসা প্রতিষ্টানের সামনে দাড়ানো অবস্থায় প্রতিপক্ষ ছাত্রদল নেতা রায়েছ চৌধুরী ও সামছু মিয়া’র নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মূমুর্ষ অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রচুর রক্তকরণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে বেলাল মিয়ার মৃত্যু ঘটে। নিহত বেলাল মিয়া পৌর শহরের নোয়াপাড়া গ্রামের সাবেক পত্রিকার হকার ও সিএনজি ম্যানাজার ফারুক মিয়ার ছেলে এবং পত্রিকার এজেন্ট মোশাহিদ আলী ও মিয়াধন মিয়ার ভাতিজা। ঘাতকদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে সিএনজি শ্রমিক ইউনিয়ন কপিন নিয়ে শহরে মৌন মিছিল ও শোক র্যালী বের করে। এ ঘটনায় নিহতের পিতা ফারুক মিয়া বাদী হয়ে গত ২৮ এপ্রিল রাতে ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা নং-৪১ তাং ২৮/০৪/২০১৫ইং দায়ের করেন। এসআই নজরুল ইসলাম জানান অন্যান্য আসামীদের গ্রেফতারেও তৎপরতা চলছে।