স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বহুলা একটি ঐতিহ্যবাহী গ্রাম হিসেবে এর কাংখিত উন্নয়ন হয়নি। এ গ্রামের রাস্তাঘাটের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। বহুলাকে মডেল গ্রামে ররূপান্তরিত এবং এ গ্রামে হাইস্কুল প্রতিষ্ঠা ও রাস্তা ঘাটের উন্নয়ন করা হবে। তিনি গতকাল শনিবার বিকেলে বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ পোদ্দারবাড়ী আঞ্চলিক কমিটির অভিষেক এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপ-প্রচার সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক। অন্যান্যের মাঝে বক্তব্য দেন অধ্যক্ষ রফিক আলী, সদর আওয়ামীলীগ নেতা মোঃ নুরুজ্জামান চৌধুরী, গোপায়া ইউনিয়ন চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, নজরুল ইসলাম সিদ্দিকী, রইছ আলী, সামছুজ্জামান চৌধুরী, জাকারিয়া চৌধুরী, এডভোকেট সজল খান, আবুল কালাম, জাহির আহমেদ, এডভোকেট আবুল কালাম, মুকিদুল ইসলাম, নজরুল ইসলাম শামীম, সেবুল আহমেদ, শাফী আহমেদ রণি, শামীম মিয়া, আলমগীর আহমেদ, ডাঃ মুখলিছুর রহমান, জালাল আহমেদ, সৈয়দ হোসেন, আছকির মিয়া, আব্দুর রশিদ, আহম্মদ আলী, লস্কর গাজী, শাহাব উদ্দিন ও স্বপন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে নজরুল ইসলাম সিদ্দিকী, রইছ আলী, রফিক মিয়া ও মণি আওয়ামী লীগে যোগদান করেন।