স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৩০ বোতল ভারতীয় মদ ও ২০ বোতল ফেনসিডিলসহ কাউসার মিয়া নামে এক চিহ্নিত মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। গতকাল শনিবার এসব মাদক জব্দ ও তাকে আটক করা হয়। পরে কাউসার মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।
বিজিবি ৫৫ ব্যাটেলিয়ান কমান্ডার লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৬টায় নায়েক সুবেদার মেজবাহ এর নেতৃত্বে মনতলা ও রাজেন্দ্রপুর বিওপি’র একদল জোয়ান উপজেলার সীমান্তবর্তী শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ ও ২০ বোতল ফেনসিডিলসহ কাউসার মিয়াকে আটক করে। পরে তাকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এদিকে, দুপুর সাড়ে ১২টায় হরিণখোলা বিওপি’র নায়েক সুবেদারের নেতৃত্বে অপর একটি দল উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।