স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ১০০ পিস ইয়বাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-হবিগঞ্জ সদর থানাধীন মশাজান গ্রামের মৃত আব্দুল মুকিত এর ছেলে মো: গোলাম কিবরিয়া এবং একই থানাধীন উমেদনগর গ্রামের কুতুব মিয়ার ছেলে বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী মো: আব্দুল হামিদ ওরপে সাদ্দাম মিয়া। গতকাল রাত ৯টার দিকে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী এর নেতৃত্বে এসআই আরিফুর রহমান, এএসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিত্বে বানিয়াচং থানাধীন সুবিদপুর বাজারস্থ কালিগাছতলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে গ্রেফতার করেন। এরা দীর্ঘদিন যাবত হবিগঞ্জের বিভিন্ন থানা এলাকায় গোপনে ইয়াবার ব্যবসা করে আসছে বলে জানা গেছে।