প্রেস বিজ্ঞপ্তি ॥ দৈনিক হবিগঞ্জ সময় অফিসে গত শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট এলাকার যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গিয়াস উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ সময় পরিবার। বিশিষ্ট দানবীর সমাজ সেবক লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন পত্রিকা অফিসে আসলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিনের সভাপতিত্বে এবং দৈনিক সমকাল প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমএ আহমদ আজাদের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সম্পাদক মন্ডলীর সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি ইয়াওর মিয়া, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, জেলা যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক আরব আলী, জাতীয় পার্টি নেতা ইজাজ মিয়া, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক উজ্জ^ল সরদার, দৈনিক হবিগঞ্জ সময়ের ষ্টাফ রিপোর্টার মোজাহিদ আলম ও জসিম তালুকদার প্রমূখ। পরে সংবর্ধিত ব্যক্তি লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান সময় পরিবার। অনুষ্টানের প্রধান অতিথি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, পত্রিকা শিল্পকে বাচিঁেয় রাখতে হবে। এ জন্য সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।