স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজারে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে।