স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে ডাকাত সন্দেহে ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল উমেদনগর নয়াবাড়ি গ্রামের মতি মিয়ার পুত্র আফজল (২৮) ও সদর উপজেলার এতবারপুর গ্রামের সফর আলীর পুত্র সোহেল মিয়া (২৫)। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সদর এসআই কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।