স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে টাকা পাওনা নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় সিরাজুল হক (২৮), রুবেল মিয়া (২৪), সামাদ (৫০), আগর চাঁন (৩৫), আব্দুস সমেদ (১৮), সামছু উদ্দিন (৩৪), আমির ইসলাম (২০), রউফ (৮৫), আক্তার হোসেন (১৭), আব্দুল্লা (৫০), আয়াত আলী (২০), নায়েব আলী (২৫), আইয়ুব আলী (২৭) ও তৈয়ব আলী (৩২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, সম্প্রতি সামছু উদ্দিনের বিয়ের জন্য চাচা আব্দুল্লাহর কাছ থেকে কিছু টাকা ধার নেয়। এ টাকা দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করে একাধিকবার সালিস হয়। কিন্তু সালিসে টাকা না দিলে চাচা আব্দুল্লাহ ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে চাচা-ভাতিজার মধ্যে গতকাল ওই সময় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উল্লেখিতরা আহত হয়। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়।