প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমীতে সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আলী পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাজী মলাই মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল হাফিজ, সহ-সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, কোষাধ্য সাহেদ মিয়া, সাহেব আলী, বেলাল মিয়া, কিছমত আলী কিম্মত, আহমেদ চৌধুরী ছায়েদ, লেচু মিয়া, রতন বর্মন, গোলাপ মিয়া, আব্দুল আউয়াল, শাহজাহান মিয়া, আরজান আলী, মর্তুজ আলী, ইয়াওর মিয়া, আব্দুল ওয়াদুদ, মহিবুর রহমান, আবিদুর রহমান, সামছুল হক তালুকদার, আব্দুল মুকিত, আজিজুর রহমান, আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমূখ। সভায় মে দিবসের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।