স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৮পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে বানিয়াচং থানার এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এএসআই আব্দুল ছালাম, এএসআই জাকির হোসেন, এএসআই মীর্জা সঙ্গীয় ফোর্স বানিয়াচং থানার গুনই, কাঠখাল ও পশ্চিম পুকড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গুনই গ্রামের খাদেম আলীর ছেলে কুনু মিয়া ও ছনু মিয়াকে, একই গ্রামের আ: খালেকের পুত্র ফারুক মিয়া, লাল মিয়ার ছেলে কালা মিয়া ও ছোয়াব উল্লার ছেলে আনোয়ার আলীকে গ্রেফতার করা হয়। একই রাতে পৃথক অভিযান চালিয়ে কাঠখাল গ্রামের সঞ্জব আলীর ছেলে সাহেব আলীকে ও পশ্চিম পুকড়া গ্রামের আকল আলীর ছেলে সোহাগ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।