নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের আকরাম উল্লার পুত্র হায়দর আলী (৩৬), জালালপুর গ্রামের জাগারু রবি দাশের পুত্র নন্দ লাল রবি দাশ (২৫) ও চৈতন্যপুর গ্রামের দিলাবর উল্লার পুত্র ইসলাম উদ্দিন (২৬)। গত শুক্রবার গভীর রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধর্মজিৎ সিনহা একদল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ -সৈদপুর সড়কের কামারগাঁও ব্রীজের কাছে উল্লেখিত ৩ জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩ লিটার দেশীয় মদ উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মদ তৈরী ও সেবনের অভিযোগ রয়েছে।