মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক লম্পটের লালসার শিকার হাজেরা খাতুন এখন বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন। কোথায়ও ঠাই হয়নি তার। অবশেষে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল হবিগঞ্জ এ হাজেরা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি এফ.আই.আর করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়া পাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে হাজেরা খাতুনকে প্রায়ই পার্শ্ববর্তী বাড়ির আক্কল আলীর ছেলে নুর ইসলাম (২৫) কুপ্রস্তাব দেয়। হাজেরা তার প্রস্তাবে রাজি না হলে ক্ষিপ্ত হয় নুর ইসলাম। ২ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে হাজেরা প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে আসা মাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা নুর ইসলাম তাকে জোরপূর্বক তার ঘরে (নুর ইসলামের) নিয়ে ইচ্ছার বিরোদ্ধে ধর্ষন করে। বিষয়টি এলাকার প্রাক্তণ মেম্বার হাবিবুর রহমানের সভাপতিত্বে গ্রামে সালিস বসে। সালিস বৈঠকে ঘটনা প্রমাণিত হলে সর্বসম্মতিক্রমে ধর্ষিতা হাজেরা ও ধর্ষক নুর ইসলামের বিয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু প্রভাবশালী নুর ইসলাম ও তার পরিবার বৈঠকের সিদ্ধান্ত মেনে নিয়েও ২দিন পর তা প্রত্যাখান করে এবং হাজেরার পরিবারকে হুমকি দেয়। পরে হাজেরা ৮ এপ্রিল আদালতে মামলা দায়ের করে। বর্তমানে নিরাপত্তাহীনতয় ভোগছে হাজেরা ও তার পরিবার।