চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জনতার ধাওয়া খেয়ে প্রেমিকাকে ভাড়াটিয়া বাসায় ফেলে রেখে পালিয়ে গেছে এক প্রেমিক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পৌর শহরের বড়াইল গ্রামে। এলাকাবাসী জানান, গ্রামীণ শক্তি নামের সৌর বিদ্যুত প্রকল্পের আসামপাড়া ব্রাঞ্চ-এর মাঠ কর্মী মিরাজুল ইসলামের সাথে বৃন্দাবন কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে ৪ মাস পুর্বে। তাদের এ প্রেম গভীর হলে ব্রাঞ্চ ম্যানেজার শরিফুল ইসলাম মিরাজকে এ পথ থেকে সরে আসার পরামর্শ দেন। কিন্তু মিরাজ তা না মেনে প্রেমের সম্পর্ক বহাল রাখে। এ কারণে মিরাজকে গত অক্টোবর মাসে চুনারুঘাট ব্রাঞ্চে বদলি করেন তিনি। মাঠ কর্মী মিরাজ ব্রাঞ্চ কার্যালয়ে বসবাস না করে বড়াইল এলাকায় একটি বাসা ভাড়া নেন। এখানে চুটিয়ে প্রেমে করতে থাকে ওই প্রেমিক যুগল। গত ১ সপ্তাহ পুর্বে ওই প্রেমিকা হবিগঞ্জে ম্যাচে থেকে পরীক্ষা দেয়ার কথা বলে বাড়ী থেকে এসে প্রেমিকের ভাড়াটিয়া বাসায় উঠে। বুধবার রাতে ওই প্রেমিক যুগলের অসংলগ্ন চলা ফেরায় এলাকাবাসী সন্দেহ হলে তারা প্রেমিক যুগলকে আটক করেন। এ সময় কৌশলে প্রেমিকাকে রেখে পালিয়ে যায় মিরাজ। পরে প্রেমিকাকে দেয়া হয় স্থানীয় পৌর কমিশনার হান্নানের জিম্মায়। রাতে গ্রামীন শক্তি’র চুনারুঘাট ব্রাঞ্চে লোকজন প্রেমিকার বাড়ীতে খবর দিলে গতকাল বিকালে স্থানীয় ইউপি সদস্যসহ প্রেমিকের আত্মীয়রা ওই প্রেমিকাকে বাড়ী নিয়ে আসেন। এদিকে গ্রামীণ শক্তির রিজিওনাল ম্যানেজার ইব্রাহিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে মিরাজের বিরুদ্ধে কোন শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে কিনা তা তিনি বলেননি। মিরাজুল ইসলামের বাড়ী যশোর জেলায় বলে জানা গেছে।