বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ মিল্টন ও শাওনের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ করলেন রাখাল সুত্রধর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৬০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রংধনু সাহিত্য পরিষদের নাম ব্যবহার করে কতিথ কবি রংধনু রাজ মিল্টন ও হৃদয় রাজ শাওন এর সম্পাদনায় গত পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে প্রকাশিত “স্বপ্নকুঞ্জ” নামে ভাজপাতা ম্যাগাজিনে একটি পাতায় তাদের কু-রুচি সম্পন্ন একটি কবিতায় রংধনু সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি রাখাল সুত্রধরের নাম ব্যবহার করে। কবিতাটি প্রকাশিত হওয়ায় মানহানির অভিযোগ তুলে আইনের আশ্রয় নেয়ার ঘোষনা দিয়েছেন কবি রাখাল সুত্রধর। তিনি গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদানকালে এ অভিযোগ করেন। তিনি বলেন তারা কয়েক বন্ধু মিলে রংধনু সাহিত্য পরিষদ গঠন করেন। উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে কবি রাখাল সুত্রধরকে সভাপতি মনোনীত করা হয়। উক্ত পরিষদের পক্ষ থেকে ১৪২০ বাংলা নববর্ষে প্রথম স্বরনিকা বের করা হয়। স্বরণিকার নাম দেয়া হয় “শব্দকুঞ্জ”। যা উক্ত স্বরণিকায় আমাকে সভাপতি হিসাবে উল্লেখ করা হয়েছে। আমি উক্ত সংগঠনের সদস্যদের উজ্জীবিত করার জন্য ২০১৩ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দ্বিতীয় স্বরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহন করি। আমার একক প্রচেষ্টায় স্বরণিকা প্রকাশ হয়। দ্বিতীয় স্বরণিকা বিজয় এর মোড়ক উম্মোচনে আমার সংগঠনের সদস্য মিল্টন তালুকদার (বর্তমানে রংধনু রাজ) ও শাওন বাঁধা প্রদান করেন। মোড়ক উম্মোচন ঘটনাটি নিয়ে ভুলবুঝাবুজির সৃষ্টি হলে তিনি তখন সংগঠন থেকে পদত্যাগ করে চলে যান। সংগঠনের তৃতীয় মূখ পত্র “ওরা মৃত্যুঞ্জয়ী” স্বরণিকায় তার নাম না থাকাটাই প্রমান করে। ২০১৫ সালে স্বরণিকা বাহির করার আগে “স্বপ্নকুঞ্জ” স্বরণিকায় একটি কবিতা দেবার জন্য ঐ স্বরণিকার প্রকাশক ও সম্পাদক রংধনু রাজ মিল্টন রাখাল সুত্রধরকে লেখা দেয়ার জন্য ফোন করে অনুরুধ করে।  কিন্তু নানা অজুহাতে তাদের প্রকাশিত বর্ষবরণ উপলক্ষে ভাজপত্রে লেখা দিতে অনিহা প্রকাশ করেন। তবে উক্ত মিল্টন ও শাওন মিলে নিজেরা লিখে রাখাল সুত্রধরের নাম ব্যবহার করে একটি কু-রুচিপূর্ণ বিতর্কিত কবিতা প্রকাশ করে। এতে রাখাল সুত্রধরের সামাজিক ও পারিবারিক ভাবে চরম মানহানি ঘটেছে বলে তিনি অভিযোগে প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংধনু সাহিত্য পরিষদের সভাপতি এম এ কাশেম, সহ-অর্থ সম্পাদক এমডি হামিদুর রহমান, প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, সদস্য আবু সুফিয়ান, সাইফুল ইসলাম সারং ও সিজান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com