নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুনকে গতকাল মঙ্গলবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়েরী মামলার গ্রেফতারী পরোয়ানা ছাড়াও সরকারী কাজে বাধা এবং পিআইও অফিসের স্টাফকে মারধরের অভিযোগে অপর একটি মামলা রয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন গত ২৫ এপ্রিল কমলাপুর-দত্তগ্রাম মধ্যবর্তী স্থানে প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর কর্তৃক প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে একটি সরকারী ব্রীজ নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এক পর্যায়ে নির্মাণ কাজ তদারকির সময় পিআইও অফিসের স্টাফ মিন্টু দাশকে মারধর করেন। এ ঘটনায় মিন্টু দাশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ছাড়াও বিগত ৫ই জানুয়ারী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় সহিংসতার ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে। মামলায় হারুন হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থাকেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশেকুল ইসলাম, এসআই নজরুল ইসলাম ও এএসআই গোলাম রসুলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জ সড়কস্থ সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনের সামন থেকে তাকে গ্রেফতার করে। এদিকে তাকে গ্রেফতারের প্রতিবাদে উপজেলা ছাত্রদল বিকালে বিক্ষোভ মিছিল করেছে। পরে অনুষ্টিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি প্রমূখ।