স্টাফ রিপোর্টার ॥ আন্তজেলা ডাকাত দলের গডফাদার অর্ধশত মামলার পলাতক আসামী আমিন আলী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের আলফু মিয়ার পুত্র। গত সোমবার দিবাগত গভীররাতে বাহুবল থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে লাকড়ীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন জেলায় অর্ধশত মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল বলে পুলিশ জানিয়েছে।