স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা বাঘজুর গ্রামে খাশ জমিতে খলা নির্ধারনকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা চালিয়েছে প্রভাবশালীরা। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। হামলায় একই পরিবারের অনন্ত— ৫ জন আহত হয়।
আহত সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের মৃত হাজী দুধু মিয়ার পুত্র নুরুল হকের সাথে একই এলাকার মৃত জবান উল্লার পুত্র আব্দুল হেকিমের এলাকায় খাশ জমিতে ধানের খলা নির্ধারণ করা নিয়ে গতকাল সকালে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ঐ দিন বিকালে আব্দুল হেকিম ও তার লোকজন নুরুল হক ও তার পরিবারের উপর হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলো- নুরুল হক (৪৫), তার স্ত্রী সাজন বেগম (৩৫), ও তার পুত্র লিটন মিয়া (১৮)।