কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউ টিন বিতরণ করেছেন নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ঢাকাস্থ বিশিষ্ট গার্মেন্ট ব্যবসায়ী, হাজী তোতা মিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মঈনুল হক শাহিন। গতকাল সকাল ১১ টায় টিন বিতরণকালে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুর রাজ্জাক (চুনু মাষ্টার), ছুরত আলী, জাহেদ চৌধুরী, আব্দুল মালেক, যুবনেতা আব্দুল হাই, আব্দুল মকিত, মজনু মিয়া, আকরাম হোসেন (ঠোন্ডা মিয়া), যুবনেতা সুশেল, খাইরুল ইসলাম, মোশারফ হোসেন প্রমূখ।
উল্লেখ্য, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পানিউমদা এলাকায় পানিউমদা, বড়কান্দি ও কুর্শা গ্রামের শতাধিক পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়।