স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে হাওরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে ৩যুবক। এরা হচ্ছে-কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের আব্দুল বারিকের ছেলে রাজু মিয়া (২২), একই গ্রামের মাসুক মিয়ার ছেলে কুহিনুর মিয়া (২০) ও দেবপাড়া ইউনিয়নের বালিদারা গ্রামের আকল আলীর ছেলে আব্বাছ আলী (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরের দিকে উল্লেখিতরা নবীগঞ্জের জোয়ালভাঙ্গা হাওরে গরু চুরি করার চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে একটি গাছের সাথে বেঁধে গণধোলাই দেয়। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।