স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ বিচার কার্যক্রম শুরু করেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এজলাসে বসে বিচার কার্যক্রম শুরু করেন। দীর্ঘদিন ওই কোর্টটি শূণ্য থাকার পর অবশেষে বিচার কার্যক্রম শুরু হয়েছে। কোর্ট সূত্রে জানা যায়, প্রায় ১ হাজারেরও বেশি মামলা ঝুলন্ত ছিল। বিচারক কার্যক্রম শুরুর আগে আইনজীবিদের সাথে পরিচিতি সভায় মিলিত হন। তিনি বিচার কার্যে সকলের প্রতি সহযোগিতার আহবান জানান, এখন থেকে প্রতিদিন ১১টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য এর আগের দিন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচার কার্যক্রম শেষ করে গত রবিবার হবিগঞ্জে এসে পৌছেন।