স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের দুর্ধর্ষ ডাকাত আলী আহমেদ লস্করকে গ্রেফতার করেছে পুলিশ। ৩টি ডাকাতি মামলায় তার ১৫ বছরের সাজা হয়। সে মন্দরী গ্রামের হাছান ওরফে হাছান লস্করের ছেলে। গতকাল সোমবার রাত ৮টার দিকে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামন থেকে তাকে গ্রেফতার করে। ৩টি ডাকাতি মামলায় তার ১৫ বছরের সাজা হয়। সাজা মাথায় নিয়ে বিভিন্ন স্থানে পলাতক থেকে ডাকাতি করে আসছিল। তাকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে তাকে গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরে এসেছে।