বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩ মাধবপুর-চুনারুঘাটে পৃথক মামলায় ৬ ব্যবসায়ীর দণ্ড আজমিরীগঞ্জে যুবলীগ নেতা রকি মিয়া ও স্বেচ্ছাসেবক লীগের নেতা জহিরুল সেন্টু আটক বানিয়াচংয়ে আন্নর আলী হত্যা মামলার ৩ আসামির রিমান্ড মঞ্জুর মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শহরে ফুঁ পার্টির সদস্যের খপ্পরে পড়ে টাকা খোয়ালেন নবীগঞ্জের এক ব্যক্তি মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি আতিক গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় পানি বিশুদ্ধ করণ শোধনাগার উদ্বোধন বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ॥ দুইজন গুরুতর আহত

বানিয়াচঙ্গে ঘুর্ণিঝড় প্রস্তুতি মহড়া প্রদর্শন ও সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৪০৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে স্থানীয় সক্ষমতাবৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ঘুর্ণিঝড় প্রস্তুতি মহড়া বিষয়ক আলোচনা সভা ও নাটিকা প্রদর্শন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বানিয়াচঙ্গ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ইউনিসেফ এর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভিাগের হবিগঞ্জের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশ প্ল্যানিং এন্ড মনিটরিং এর প্রোগ্রাম অফিসার খোন্দকার লুৎফুল খালেদ, বানিয়াচঙ্গ উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহর খান ও তানিয়া খানম, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বানিয়াচঙ্গের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু এর পরিচালনা ও সঞ্চালনায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিলেট টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ। সভায় বক্তাগণ ভূমিকম্প ঘুর্ণিঝড় ও বন্যা দূর্গতদের উদ্ধার করে নিরাপদ উচু স্থানে স্থানান্তরের কৌশল, অসুস্থ ও আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং পরবর্তী চিকিৎসা প্রদানের জন্য পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের কৌশল, পানিবন্দী ও বিধ্বস্ত বাড়ি-ঘর হতে শিশু ও নারীদেরকে উদ্ধার করে নিরাপদ উচু স্থানে স্থানান্তরের কৌশল বিষয়ে বক্তৃতা করেন ডিএফ এবিএম মাহবুবার রহমান, চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, জনাব আলী কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, আনসার ভিডিপি অফিসার অরুন বরুন দাস, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, ব্র্যাক সমন্বয়কারী মহসীন উদ্দিন, চেয়ারম্যান মিজানুর রহমান খান, হাবিবুর রহমান, জালাল উদ্দিন খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল খালেক, মা-মনির সুফিয়া খাতুন, বিআরডিবি চেয়ারম্যান ইমরান মিয়া, জেলা এলসিবিসিই অফিসার বিশ্বজিৎ দত্ত ও দেবাশীষ চৌধুরী প্রমুখ। সভা শেষে ব্র্যাকের নাট্যদল দুর্যোগ প্রস্তুতি মহড়া “আমরা করব জয়” নাটিকা প্রদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com