সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জে স্নাতক পর্যায়ের ২ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৪৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ২২টি কলেজ ও মাদ্রাসার ১ হাজার ৯৯২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি পেয়েছে। তন্মধ্যে ১ হাজার ৮২৩জন ছাত্রী এবং ১৬৯জন ছাত্র। গতকাল রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই উপবৃত্তি বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।  হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুর রউফ এর সভাপতিত্বে উপবৃত্তি বিতরণ       অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মমিনুর রহমান ও হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার জন্য স্নাতক ও সমমানের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ১কোটি ১১ লাভ ৯৫ হাজার ৪০টাকা বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ৫হাজার টাকা করে এককালীন বিতরণ করা হয়।
হবিগঞ্জের উপবৃত্তি প্রাপ্তদের মাঝে সদর উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ১২০জন। নবীগঞ্জ উপজেলার ৩শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা ৩৭৯জন। বানিয়াচঙ্গের ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা ১২৩জন। আজমিরীগঞ্জের ১টি কলেজের ৪২জন। চুনারুঘাট উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন। বাহুবল উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৩জন। মাধবপুর উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৫জন। লাখাই উপজেলায় কোন স্নাতক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com