স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন শূণ্য থাকার পর হবিগঞ্জে নবাগত জেলা ও দায়রা জজ যোগদান করেছেন। আজ সোমবার থেকে এজলাসে বিচার কার্যক্রম শুরু করবেন বলে আদালত সূত্রে জানা গেছে। দীর্ঘদিন জেলা ও দায়রা জজ পদটি শূণ্য থাকায় ১ হাজারেরও বেশি মামলা ঝুলে রয়েছে ওই আদালতে। গতকাল রবিবার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ হবিগঞ্জ এসে পৌছেন। তিনি এর আগে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক ছিলেন। তিনি হবিগঞ্জবাসীর কাছে বিচার কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতা কামনা করেছেন।