স্টাফ রিপোর্টার ॥ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ সিংগারবিল বিওপির একদল সদস্য বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোয়া ৩টার দিকে সিংগারবিল রেল স্টেশন হতে বডি ফিটিং অবস্থায় ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী হচ্ছে-ভৈরব থানার কালিপুর গ্রামের রহিম মিয়ার মেয়ে পারভীন আক্তার (৪০)। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।