প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সদস্য, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন জামিন লাভ করেছেন। ২ মাস ১৩ দিন কারাভোগের পর গতকাল তিনি জামিন লাভ করেন। এদিকে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ডাঃ দেবাশীষ রায়, ডাঃ প্রদীপ কুমারসহ ৩ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড শাহীনকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন। তার সুস্থতা কামনার জন্য হবিগঞ্জবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন। কারাগারে থাকাকালীন সময়ে যারা আইনী সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান যুবনেতা মহিবুর রহমান শাহিন। অন্যদিকে মহিবুল ইসলাম শাহীনের জামিনের প্রার্থনা করেন এডঃ কামাল উদ্দিন সেলিম, এডঃ হাবিবুর রহমান চৌধুরী, এ জেট, এম জালাল আহমেদসহ শতাধিক আইনজীবী।