স্টাফ রিপোর্টার ॥ শহরে সার্কিট হাউজের সামনে বেপরোয়া টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৪ জন আহত হয়েছে। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, শহরের শায়েস্তানগর এলাকা থেকে যাত্রীবাহী টমটমটি চৌধুরী বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রতিমধ্যে সার্কিট হাউজের গোল চত্তরের পাশে এসে টমটমটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৪ জন আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে এবং টমটমটি আটক করে থানায় নিয়ে যায়। আহতরা হলো- আইয়ূব খান (২২), ঝুমুর আক্তার (২৪), জাকিয়া আক্তার (১৪) ও অনুফা বেগম (৪০)। এদের মধ্যে আইয়ূব খান, জাকিয়া ও ঝুমুরের অবস্থা আশংখাজনক।