এক্সপ্রেস ডেস্ক ॥ নেপালে শক্তিশালী ভূমিকম্পের পর মাউন্ট এভারেস্টে তুষারধস শুরু হয়েছে। এ পর্যন্ত ৮ পর্বত অরোহীর মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা এনডিটিভি জানিয়েছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এভারেস্টের বেজ ক্যাম্প। ফলে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণকারী অভিযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এভারেস্ট আরোহী এ্যালেক্স গাভান বলেছেন, ‘ভয়ানক তুষারধস’ শুরু হয়েছে। রোমানীয় ওই আরোহী টুইটার বার্তায় লিখেছেন, এভারেস্টে ‘অনেক অনেক’ পর্বতারোহী রয়েছেন। গাভান আরও লিখেছেন, ‘আমি তাবু ছেড়ে জীবন বাঁচাতে ছুটছি।’ গাভান টুইট করেছেন, ‘এভারেস্ট বেজ ক্যাম্প, ভয়ানক ভূমিকম্প এরপর বড় তুষারধস।’ ডেনিয়েল মাজুর নামে আরেক আরোহী বলেছেন, ‘এভারেস্ট বেজ ক্যাম্প গুরুতর ক্ষতিগ্রস্ত’ হয়েছে। তার দল আটকে পড়েছে উল্লেখ করে মাজুর টুইট করেছেন, ‘প্লিজ, সবার জন্য প্রার্থনা করুন।’ গত বছর এই এপ্রিলেই এভারেস্টে শক্তিশালী তুষারধসের ঘটনা ঘটেছিল। এতে অন্তত ১৬ নেপালী শেরপা মারা গিয়েছিলেন।
প্রসঙ্গত, শনিবার দুপুরের দিকে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপাল ও এর পাশের দেশ ভারত ও পাকিস্তানে। শক্তিশালী ভূমিকম্পে নেপালে ৬৮৮ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।