রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এড. মুজিবুর রহমান কাজল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুমন সরদার, অনন্ত কুমার দাশ, আল আমীন খান, আবু ছালেহ জীবন, আলী হোসেন দেলোয়ার, রাজু আহমদ, ইমরান আহমদ, চয়ন, শান্ত, তরুণ লীগের যুগ্ম আহ্বায়ক ভিশন রায়, যোগদানকারীদের মধ্যে মোহাম্মদ আলী, কমর উদ্দিন, আঙ্গুর মিয়া, কাজল মিয়া, বুরহান উদ্দিনর, শিব্বির, জুয়েল, আইনুল হক, মুজিবুর রহমান, তাইবুর রহমান, আজির উদ্দিন, ফরমান উদ্দিন, সাইফুর, খোকন, নবীর, সুরুজ, রুহেল, জসিম, মুছা, সোহেল, ইব্রাহিম, জমির আলী প্রমূখ। উক্ত সভায় কুর্শি ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী অনুষ্টানের প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে স্বেচ্ছাসেবকলীগে যোগদান করেন।