রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সদরের সোনাই নদী ব্রীজের নিকট থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় গাঁজা ভর্তি ট্রাক আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়-গোপন সূত্রে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেনের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ দল গতকাল বুধবার ভোরে উল্লেখিত এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি ট্রাক (নং বগুড়া ট-১১-০১৮৮) এর গতিরোধ করে তল্লাসী চালিয়ে ১৩২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ সময় কৌশলে সটকে পড়ে পাচারকারী সহ ট্রাকের চালক-হেলাপার। এ ব্যাপারে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সুবেদার ওয়ারেশ বিশ্বাস বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চুনারুঘাট সার্কেলে একটি মামলা দায়ের করেছেন।
এদিকে, মঙ্গলবার রাতে হরিণখোলা বিওপি’র নায়েক সুবেদার মিরাজের নেতৃত্বে একদল জোয়ান উপজেলার কমলপুর এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য ৭২ হাজার টাকা।