স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে চৌধুরী বাজারের সুমন স্টোরকে ৪ হাজার টাকা ও মুন্সী এন্ড সন্সকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। এসময় সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল মনসুর মোলা উপ¯ি’ত ছিলেন।
এদিকে, বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপানের অপরাধে ১১ জনকে সাড়ে ৮শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শামসাদ বেগম ও র”বাইয়া আফরোজ।
এছাড়া মঙ্গলবার রাত ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মার”ফ হাসান অবৈধ ভাবে স্পিরিট বিক্রির দায়ে চৌধুরী বাজার এলাকার জয়দেব সরকার ও স্বপন ফার্নিচার হাউজকে ১ হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মাদক সেবনের জন্য বহুলা গ্রামের ফুল মিয়াকে ১ হাজার টাকা ও শায়ে¯-ানগর এলাকার গণেশ দাশকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।