স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সার্কিট হাউজে জেলা পরিবহণ পুলের গাড়ী রাখার জন্য নির্ধারিত গ্যারেজে পর্যাপ্ত জায়গা না থাকায় খোলা আকাশের নিচে রাখতে হয় গাড়ী। মঙ্গলবার রাতে ভয়াবহ ঝড়ে একটি গাছ পড়ে বাইরে রাখা একটি গাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। নেজারত শাখা সূত্রে জানা যায়, জেলা পরিবহন পুলে বর্তমানে গাড়ী রয়েছে ৯টি। কিন্তু গ্যারেজে গাড়ী রাখা যায় ৭টি। এছাড়াও পুলে গাড়ীর স্বল্পতা রয়েছে ১টি। মঙ্গলবার রাতে ঢাকা মেট্রো-ঘ-১১-৬৩৯৯ গাড়ীটি বাইরে রাখা হয়। রাতে ঝড়ে একটি আকাশী গাছ গাড়ীটিকে চাপা দিলে গ্লাস ভেঙ্গে যায় এবং বড় ধরণের ক্ষতি সাধন হয়।